বরগুনায় আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার রাতে আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ-পশ্চিম আমতলীতে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন এবং প্যাকেট করার মেশিনসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার একটি বিশেষ টিম। জানা গেছে, আটক রাসেল হাওলাদারের বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতে ২টি গ্রেফতারি পরোয়ানা জারি আছে। স্থানীয়রা জানান, রাসেল হাওলাদার দীর্ঘদিন ধরে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল এবং তার বাড়িতে নিয়মিত অপরিচিত লোকজনের আনাগোনা ছিল। এর ফলে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল।
এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন – আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।