১৯৭১-এর গৌরবগাথা আর ‘২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উদ্ভাসিত হয়ে সম্পন্ন হলো “২৪ এর গণঅভ্যুত্থান” শীর্ষক গ্রাফিতি প্রতিযোগিতা। বরগুনার আমতলী উপজেলায় আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থান অর্জন করেছে আমতলী আরমান খোরশেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা চিত্রকলার মাধ্যমে ২০২৪ সালের গণআন্দোলন, তরুণ সমাজের প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা ফুটিয়ে তোলে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ইতিহাস-সচেতনতা গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার, যিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। তিনি বলেন, “এই গ্রাফিতিগুলো শুধু শিল্প নয়, আমাদের সময়ের সাক্ষ্য। নতুন প্রজন্ম ইতিহাসকে যেমন রঙে রাঙিয়েছে, তেমনই ভবিষ্যতের জন্য একটি বার্তাও দিয়ে গেল।” বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই অর্জন তাদের আগামী দিনগুলোতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।