কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে, সকাল ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে, আমলা ফুলবল মাঠের গেট থেকে বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে “বৈশাখী শোভাযাত্রা” করা হয়। এতে উপস্থিত ছিলেন আমলা প্রেসক্লাবের আহ্বায়ক মো শামসুল আলম শামীম, সদস্য সচিব হুসাইন মো সাগর, আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক,মো মনিরুল ইসলাম মনি, মো সালিম খান, মো শাহীন আলম লিটন, মো আসাদুল ইসলাম, মো সাইদুর রহমান, মো আশিক আলী,মো হাবিবুর রহমান হাবিব। আমলা বাজার কমিটির সভাপতি মো জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম, আমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল গাফফার, আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো এনামুল হক, আমলা পুলিশ ফাঁড়ির টু আইসি সঞ্জয়,প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের পান্তা ভাত, ইলিশ ভাজা ভর্তা,পিঁয়াজ ও কাঁচা মরিচ সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে আপ্যায়ন করা হয়।