বিগত কয়েকদিন ধরে বিশৃঙ্খলা পণ্য পরিস্থিতির পর, কয়েকটি কারখানা ছাড়া আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্পপ্রতিষ্ঠানেই উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে স্ব স্ব কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা।
তবে ২/৩টি পোশাক কারখানার শ্রমিকরা আজও কর্মবিরতি পালন করছেন। এদিকে পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে সন্দেহভাজন আরও চারজনকে আটকের কথা নিশ্চিত করেছে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার ডিইপিজেডসহ অধিকাংশ তৈরি পোশাক কারখানায় দল বেঁধে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় সেগুলো বন্ধ রয়েছে। যদিও কারখানায় হামলা, ভাংচুর কিংবা সড়ক অবরোধের কোনো খবর পাওয়া যায়নি।