সড়ক দূর্ঘটনায় আহত ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাংবাদিক আবু তারেক বাঁধনের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকার টেককেয়ার হাসপাতালে দেখতে যান পীরগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে বাঁধনের পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার চিকিৎসা ব্যয়ের অংশ হিসেবে সোমবার সকালে নগদ ৯০ হাজার টাকা তার মায়ের হাতে তুলে দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ও সাহিত্য সম্পাদক লিমন সরকার উপস্থিত ছিলেন। এর আগে আরও ২০ হাজার টাকা প্রদান করা হয়েছিল। আহত বাঁধনের চিকিৎসায় যারা সহযোগিতা ও সেবায় নিয়োজিত রয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পীরগঞ্জ প্রেস ক্লাব। উল্লেখ্য যে গত ১১ জুলাই রাত্রে দিনাজপূর।জেলার পূজা গঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিলা পাড়া গ্রামে ফাইদুল ইসলাম সাংবাদিক আবু তারেক বাঁধন, ট্রাকের ধাক্কায় পা ভেঙে যায় । সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সকলের সম্মিলিত সহযোগিতায় বাঁধনের চিকিৎসা চলছে এবং আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।