ফিসারি গেইট শহিদী জামে মসজিদে ৩১ মার্চ (সোমবার)সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। মসজিদের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলি পাটোয়ারী বলেন, **”প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সুব্যবস্থা নিশ্চিত করেছি। ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ দোয়া ও সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং মানবতার সেবা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান, কোলাকুলি করেন এবং গরিব-দুঃখীদের মধ্যে সাহায্য বিতরণ করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে ঈদের বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। ঈদুল ফিতরের এই পবিত্র দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।