1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পশুরাম-ফুলগাজীতে পানিবন্দী মানুষকে বিজিবি খাবার বিতরন করেন সাদুল্লাপুরে শহীদ নাজমুলের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ মাগুরার শালিখা হরিশপুরে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত ঢাকায় ব্যবসায়ী খুনের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ উল্লাপাড়ায় পিআইসি-১ ও পিআইসি-২ (এডিপি) প্রকল্পের অর্থায়নে ৩৬ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ পলাশবাড়ী পৌরসভার কালিবাডী বাজার সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা; জনদুর্ভোগ চরমে বটিয়াঘাটায় জিয়া স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে বিতর্কিত আওয়ামী লীগ নেতা কলারোয়া বালিয়াডাঙ্গা বাজারে ১২ বছরর ১ কিশোরকে আগুনের ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগ চাঁদা না দেওয়ায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঈদের ছুটি কাটিয়ে ব্যস্ত নগরী ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

আফছার আলী খান , চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

কোরবানি ঈদের ছুটি শেষে পুনরায় কর্মব্যস্ত জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশের  উত্তরাঞ্চলের মানুষ। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর মহাসড়ক, আমতলী মহাসড়ক ও ঘুঘুরাতলী আঞ্চলিক মহাসড়ক ও চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে। ঈদের আমেজ কাটিয়ে প্রিয়জনদের বিদায় জানিয়ে মানুষ ছুটছে রাজধানীর উদ্দেশ্যে।
গত ১৩ জুন শুক্রবার সকাল থেকেই এবং গতকাল ১৪ জুন সকালে রানীরবন্দর মহাসড়ক, আমতলী মহাসড়ক ও ঘুঘুরাতলী আঞ্চলিক মহাসড়ক ও চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। পরিবহনগুলো ছিল যাত্রী দিয়ে  পরিপূর্ণ। এতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা রানীরবন্দর ও ঘুঘুরাতলী বাসস্ট্যান্ডে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তারা বলেন, প্রতি বছরই ঈদ শেষে এভাবেই ভোগান্তির মধ্যে পড়তে হয়। তারপরেও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সকল কষ্ট মেনে নিই। মহাসড়কটিতে বিভিন্ন যানবাহনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে। অনেকেই পরিবার নিয়ে ছুটি শেষে ঢাকায় ফিরছেন। ফলে বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ মহাসড়কটিকে ঘিরে ঈদের পর মানুষের এই ফিরতি যাত্রা কিছুটা কষ্টকর হলেও আনন্দঘন। কারণ ঈদের আনন্দ শেষে প্রিয়জনদের সান্নিধ্য পেরিয়ে সবাই ফিরছেন নিজ নিজ কর্মস্থলে নতুন উদ্যোমে কাজ শুরুর জন্য।

কয়েকজন বাস কাউন্টার মালিক বলেন, যাত্রীদের চাপ বৃদ্ধি করতে শুরু করেছে। অধিকাংশ বাসের আগাম টিকেটও শেষ হয়ে গেছে। কিছু অতিরিক্ত বাসও চালানো হচ্ছে।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান জানান, ঈদের ছুটি শেষে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত টহল ও নজরদারি করছি। ঈদ শেষে ঢাকামূখী যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। মহাসড়কে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে। এখন পর্যন্ত যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খলভাবেই চলছে। আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com