উজিরপুরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের কাছ থেকে নগদ টাকা ও রুপোলী ব্যাংকের চেক ছিনতাইয়ের ঘটনায় ১০ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের মৃত আলী আজিম খানের পুত্র সন্ত্রাসী নান্নু খান ওরফে (মোচ নান্নু) ও তার সহযোগী একই ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের মোর্শেদ ওরফে অস্ত্র মোর্শেদকে আসামী করে মামলা দায়ের করেন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত আলী আহম্মদ খলিফার পুত্র সাংবাদিক কেএম সোহেব জুয়েল।
তিনি (জুয়েল) গৌরনদী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক। ও জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় কমিটির উপ- পরিচালক হিসাবে কাজ করে আসছেন।
সাংবাদিক সোহেব বলেন,মোর্শেদ ও নান্নু সাথে ঠিকাদারি কাজ করার সুবাদে ২০ লক্ষ টাকা পাইতেন তিনি। টাকা দেয়ার কথা বলে দীর্ঘ দিন পারি দিয়ে গত ৩ মার্চ ২০২৪ ইং সকাল ১০ টায় উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্টান্ডে বসার কথা বল্লে ওই স্হানে হাজির হন সাংবাদিক জুয়েল।
তিনি (জুয়েল) আসা মাত্রই সন্ত্রাসী নান্নু ও সন্ত্রাসী মোর্শেদ সহ অজ্ঞাত নামা ৮/১০ জন তাকে (জুয়েলকে) মারধর করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তার ব্যাগে থাকা নগদ ৫০ হাজার পাঁচশত টাকা ও আগরপুর রুপালি ব্যাংকের চেক বই ছিনিয়ে নিয়ে তার হাত থেকে ৯ লক্ষ ৪৯ হাজার ৫ শত টাকা ওই চেক বইয়ের পাতায় লিখে নিয়ে যায় তারা। তখন তাদের ক্ষমতার দাপট থাকার কারনে ভয়তে স্হানীয় লোকজন মুখ খুলতে সাহস পায় নাই বলে জানিয়েছেন জুয়েল।
সাংবাদিক জুয়েল আরো বলেন সবদিক চিন্তে করে অপরাধীদের শাস্তির দাবিতে আজকে মামলাটি দায়ের করেছেন তিনি। এ ছারাও এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার আছে বলে জানিয়েছেন সাংবাদিক জুয়েল।