1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন মিঠাপুকুরে শিশু ও যুবাদের সাথে সংলাপ ফরিদপুরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম আমতলীতে ‘২৪ এর গণঅভ্যুত্থান গ্রাফিতি প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজপথে রাজনৈতিক নেতা কর্মীদের হিংসাত্মক শ্লোগানের প্রতিবাদ কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জন সহ ১৩ জনের যাবজ্জীবন গাজীপুর সদর উপজেলার বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতা নিরসনে যৌথ উদ্যোগ শ্রমজীবী মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন রাজা সাহেব: মোস্তফা জামাল হায়দার পীরগঞ্জে দুই মাসও টিকলো না ১০ লক্ষাধিক টাকার সিসি রাস্তা

উজিরপুরে থানায় একাধিকবার অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে ন্যায় বিচারের দাবিতে সেনা ক্যাম্পে অভিযোগ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

উজিরপুরে ন্যায় বিচারের দাবিতে একাধিক বার থানায় অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে অবশেষে ন্যায় বিচারের দাবিতে উজিরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন এক অসহায় পরিবারের প্রবাসীর স্ত্রী আঞ্জুৃ আক্তার -২৮। আঞ্জু আক্তার উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী তিনি বলেন, দীর্ঘ দিন তার স্বামী শ্বশুর বাড়ির লোকজন জমিজমা সুখ শান্তিতেই ভোগদখল করে আসছিলেন, কিন্তুু গত ১৬/১৭ বছর পূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ করার কারনে তাদের বসত বাড়ি সহ ক্রয় কৃত সম্পত্তি দখল করার নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একই বাড়ির প্রতিপক্ষ ভূমিদস্যু মৃত হাচেন ঢালীর পুত্র আনোয়ার ঢালী – ৪৫, সালাম ঢালী- ৪৮, সাত্তার ঢালীর পুত্র মিলন ঢালী – ৩০, মিন্টু ঢালী -২৮ খালেক ঢালীর পুত্র ফরিদ ও আলাউদ্দিন ঘরামীর পুত্র -মাসুম ঢালী গং। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তারা আওয়ামী লীগ করার দাপটে তাদের দলবল নিয়া আমাদের জমি দখল করতে মরিয়া উঠেন তারা। এ নিয়ে স্হানীয়দের সহতায় শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে উজিরপুর থানায় সায়েমের স্ত্রী আনজু আক্তার একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে গত ৮ মার্চ ২০২৫ উজিরপুর সেনা ক্যাম্পে ন্যায় বিচার পেতে আবেদন করেন প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আঞ্জু আক্তার। অপরদিকে ১৮ মার্চ মঙ্গলবার আঞ্জুর বিধবা শাশুড়ী অসহায় সোনাই বেগম- ৭০ কন্যা মনিয়া, ও তার চাচাত ভাইর স্ত্রী তানিয়া প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আনজু আক্তার জানান আমরা খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছি আমাদের জমি জমা ঘরবাড়ি লুটপাট করে আমাদেরকে যে কোন সময় মেরে ফেলতে পারে আমাদের প্রতিপক্ষরা। এমনকি ভূমিদস্যুদের অব্যাহত হুমকির মুখে এখন বসত ভিটা ছেরে আমাদেরকে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে এমন অভিযোগ করেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারের লোকজন । সরকার পতন হলে তারা এখন বর্তমান সময়ের লোকজনদের ম্যানেজ করে এ সকল অপরাধ মুলক কর্মকান্ডে ব্যাস্ত সময় পাড়ি দিচ্ছেন। তানিয়া আরো বলেন গত ১০/১২ পুর্বে তাদের প্রতিপক্ষরা তাদের বসত ভিটার সামনে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করায় তারা এখন সর্বখানিক আতন্কে দিন কাটাচ্ছেন। তাই তাদের জীবন বাঁচাতে প্রশাসনের সর্বাত্তক সহযোগিতা কামনা করছেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারে লোকজন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com