সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল উপজেলার বেতকান্দী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, তৌহিদুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ফিরোজ দীর্ঘদিন ধরেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন।