দৌলতপুর উপজেলা প্রতিনিধি:গত ১৬ই মার্চ রাতে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ধামশ্বর গ্রামের ৪ বাড়ীতে সিং কেটে চুরি হয়েছে।ভোক্তাগন হলেন : মোহাম্মদ আলী,মজিবুর রহমান, বিনোদ ও নবীন। নবীনের স্ত্রী জানায় তাদের বাড়ী থেকে পাঁচ ভরি রুপা, একটি স্বর্ণের নাকের অলংকার এবং একটি মোবাইল ফোন নিয়ে গেছে। বিনোদের স্ত্রী জানায় তাদের একটি স্মার্ট ফোন (১৯৫০০টাকার) ও একটি বাটন ফোন(১৪০০টাকার) নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং সাড়ে ৭ ভরি রৌপ্য অলংকার নিয়ে যায় চোর। সে আরও জানায় উক্ত চুরি হওয়ার সময় তারা অচেতন অবস্থায় ছিলো।স্থানীয়দের কাছে থেকে জানা যায় মোহাম্মদ ও মজিবুরের বাড়ী থেকে তেমন কিছু নিতে পারে নি । স্থানীয়রা আরও জানায় উক্ত রাতেই আরও অনেকের বাড়ীতে চুরির চেষ্টা চালানো হয়েছিল কিন্তু স্থানীয় এক মধ্যবয়সী লোক চুরির ঘটনা শুনার সাথে সাথে মসজিদের মাইক ব্যাবহার করে এলাকাবাসীকে সতর্ক করায় চোর পালাতে বাধ্য হয় ।