1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

একটি কেন্দ্রে জাল ভোট পরলে ঐ কেন্দ্রটি বন্ধ করে দেয়া হবে, ভোলায় ইসি: আহসান হাবিব

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

একটি কেন্দ্রে একটি জাল ভোট পড়লেও ঐ কেন্দ্রের নির্বাচন বন্ধ হয়ে যাবে। চাকরি চলে যাবে ঐ কেন্দ্রের দ্বায়িত্ব পালনকারীদের। কোনক্রমেই নির্বাচনে কোন কারচুপি মেনে নেয়া হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভা করেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান। সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি উপরোক্ত কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীদের দায়িত্ব। আমরা দেশ, গণতন্ত্র, দেশের অর্থনীতি, শিল্প বাচতে চাই। যার জন্য আমাদের গণতন্ত্রকে বাচাতে হবে। স্বচ্ছ গণতন্ত্র ছাড়া দেশকে বাচানো কঠিন হবে। তাই এ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম (সেবা), পিপিএম।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেন (এন) এএফ ডব্লিউ সি,পিএসসি,বিএন, ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান বরিশাল অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন পিএসসি,জি+, বিজিবি খুলনা ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সজল চন্দ্র শীল, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাইদুজ্জামান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রায়হান উজ্জামান, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নওরীন হক, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শুভ দেবনাথ, সকল থানার অফিসার-ইনচার্জগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com