নরসিংদী (৫) রায়পুরা আসনে স্বতন্ত্রপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী গতকাল এসব কথা বলেন। স্বতন্ত্র প্রার্থী আরও বলেন আপনারা আমাকে ৭ তারিখ ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি জানি তো আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই ভালোবাসেন আমিও ভালবাসি।
আজকে কিন্তু আমি আপনাদের সামনে আছি তারই নির্দেশে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আরো বলেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ভোট হরন করার ক্ষমতা কারো নাই তাই ৭ তারিখে আপনি কেন্দ্রে যাবেন। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে তিনি উঠান বৈঠকে এসব কথা বলেন এখানে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন আরো উপস্থিত ছিলেন মরজাল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগ সভাপতি সানজিদা সুলতানা উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন।
এখানে বর্তমানে আওয়ামী লীগের মনোনীত বর্তমান এমপি প্রার্থী জনাব রাজি উদ্দিন আহমেদ রাজু তাকে নিয়ে অনেক সমালোচনা করেন । তিনি বলেন একজনকে তো সুযোগ করে দিয়ে দেখেছেন ৩০ বছরে তিনি কি করেছে এইবার না হয় আমাকে একটা বার সুযোগ দিন আমি এমপি হতে নয় আপনাদের সেবক হতে এসেছি ।
এই আসনে মোট প্রার্থী ৮ জন যাদের মধ্যে আরও আছে ইসলামী ঐক্য জোটের মিনার প্রতীক নিয়ে লড়তেছেন আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকে আছেন শহিদুল ইসলাম গণফ্রন্ট থেকে মনোনীত মাছ প্রতীকে আছেন নাজমুল হক সিকদার সোলাইমান খন্দকার স্বতন্ত্র থেকে তার প্রতীক কাঁচি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত মশাল প্রতীকে আছেন মাহফুজুর রহমান আরো আছেন ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে বিটু মিয়া আছেন টেলিভিশন প্রতীকে।বর্তমানে এই আসনটিতে নির্বাচনের পুরোপুরি আমেজ জমে উঠেছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না।