শুভ সন্ধা
বিদায় ২০২৩
আজ ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ
পৌষের মাঝামাঝি শিশির বিন্দুর ওপর আজ সকালে যে ভোরের
আলো পড়ল সেটি বিদায়ী বছরের
শেষ সকালের আলো।
এ আলো নতুন বছরের জন্য
ভালো কোনো খবরের
আশা জাগাবে এমন
প্রত্যাশা নিয়ে বর্ষবরণে প্রস্তুত
সারা বিশ্ব।
আজ রাতে জিরো আওয়ারে একটি বছরকে বিদায়
জানাবে বিশ্ববাসী।
সেই সাথে নতুন বছরের শুভ
কামনায় মুখর হয়ে উঠবে গোটা জগত।
বিদায় নিতে চলা বছরটি ছিল
ফিলিস্তিনি শিশু সহ নিরীহ মানুষ হত্যার বছর।বিশ্বজুড়ে শিশুদের শরীর দীর্ণ করে গেছে বোমারু
বিমান, ইসরাইলি পশুত্বের
কাছে নিত্য হার মানতে থাকা বিশ্ব
মানবাধিকার, ছিল কেবল
অওয়াজ সর্বস্ব।
হামাস দমনের নামে শিশু হত্যার
যে যজ্ঞ চলেছে তাতে মার্কিনিও
তাদের মিত্রদের বন্ধকী বিবেক নতুন খোঁড়া যুক্তি খুঁজেছে।।
তবুও সময়ের স্রোতে কেটে গেল জীবন থেকে আরও একটি বছর। ২০২৩ সালের পরিসমাপ্তি।
বেশ কিছু সম্ভাবনাময় দিক ছিল বছরটির। হতাশা ও ছিল । তবে বছরটিকে ‘বিশেষ’ বলা যায় না।
তবুও বিশেষ একটি ঘটনা ছিল বছরটিতে। যে ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছিল ,
আবার সেই ঘটনাটাই কিছু অস্বাভাবিক কারণে দুঃখ দিয়েছে।
যাই হোক, ভালো-মন্দ মিলেই জীবন।
বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন কৃপায় আগামী বছরটি আরও সুন্দর হবে। জীবনের প্রত্যেকটি মুহূর্তই সুন্দর আর মানবতার কল্যাণে সামনের মুহূর্তটি আরও সুন্দর হবে সবার জীবনে।