নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃএনায়েত হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।সেই ভিডিওতে ওসিকে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়ে অভিযোগ করা হয়।তাছাড়া,ওসির বিরুদ্ধে আসামি ধরে এনে বিভিন্ন সময় চাঁদাবাজি ও মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগও করা হয়।কিন্তুু আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে। বিভিন্ন গন্যমাধ্যমের কাছে তার বিরুদ্ধে আনা সকল প্রকার অভিযোগের ব্যাখা প্রধান করেন।ব্যাখ্যা প্রধানের মাধ্যমে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে গন্যমাধ্যমকে জানান।