কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে চৌরাস্তায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন ঔষধ ব্যবসায়ী বৃন্দ। বক্তব্য রাখেন:ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, কার্যনির্বাহী সদস্য হায়দার আলী, সিনিয়র ঔষধ ব্যবসায়ী ও সদস্য কামরুল হাসান,আইয়ুব,সহ অনেকে।
মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমরান আলী।
বক্তারা বলেন ;চার দফা দাবি সমূহ: লাইসেন্স বিহীন দোকানে ঔষধ দেওয়া থেকে বিরত থাকতে হবে ঔষধ কোম্পানিগুলোকে।
মেয়াদোত্তীর্ণ ঔষধের রিপ্লেসমেন্টঔষধ কে দ্রুত দোকান থেকে নিয়ে প্রতিস্থাপন করতে হবে কোম্পানিকে।
ঔষধ কোম্পানি কর্তৃক কমিশন বাড়িয়ে দিতে হবে। বর্তমানে যা দিচ্ছে তা যত সামান্য ও নগণ্য।
প্রত্যেকটি ঔষধের মূল্য সরকার নির্ধারণ করতে হবে।কিছু কিছু ঔষধ আছে সরকার কর্তৃক মূল্য নির্ধারণ করা নাই।
তাই দ্রুত এই চার দফা দাবি কে মেনে নিয়ে ঔষধ ব্যবসায়ীদের ব্যবসায়িক পথ চলার সুগম করবেন ও পরিবার-পরিজন নিয়ে ওসব ব্যবসায়ীদের শান্তিতে বসবাস করার সুযোগ দিবেন।
ওষুধের ব্যবসা একটি মার্জিত ব্যবসা, শিক্ষিত ব্যবসা, এই ব্যবসা করতে হলে অনেক কাগজ পাতি লাগে যেমন: ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ফার্মেসি পাশের লাইসেন্স, ইনকাম ট্যাক্স,( টিন) আয় কর, সহ আরো নানা রকম কাগজ। সেক্ষেত্রে অন্য ব্যবসায় এত ঝামেলা নেই।