কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও কটিয়াদী পৌরসভা যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার কটিয়াদী বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারি প্রকৌশলী মহিউদ্দিন, হিসাব রক্ষক মোঃ জসিম উদ্দিন, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী গন এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিছন্নতা, রোগ জীবাণু এবং বিভিন্ন রোগ বিস্তার রোধ করতে সাহায্য করে। পরিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান হল আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এই প্রচেষ্টার মাধ্যমে এলাকার রাস্তাঘাট জন সমাগম স্থান এবং নিজ নিজ ঘরের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অবশ্যই দরকার। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণত আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি হয়ে থাকে। কটিয়াদী বাস স্ট্যান্ড সহ বাজারের বিভিন্ন স্থানে প্রায় যানজট লেগেই থাকে এ সকল যানযট নিরসনে দ্রুত কার্যকর ভূমিকা নিতে হবে। তাছাড়া কটিয়াদী বাস স্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যে কারণে জনদুর্ভোগ ও খুব বেড়ে যায়। তিনি আর ও বলেন, কটিয়াদী বাসস্ট্যান্ডের যানজটের কারনে জনদুর্ভোগ নিরসনে দ্রুততার সাথে একটি ফ্লাইওভার নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।