পল্লী কবি জসীমউদ্দীনের কালজয়ী কবিতা “কবর” এর শতবর্ষ উপলক্ষে আদিনা ফজলুল হক সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ মোজাহারুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল ইসলাম ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে পল্লী কবির কবিতা আবৃতিসহ বরেন্য কবিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রভাষক রচনা বেগম। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী সহ সাহিত্য অনুরাগী সুধীজন উপস্থিত ছিলেন।