খুলনার কয়রা উপজেলার জোড়শিং পাতাখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ২১ জুলাই সকাল ১০টার দিকে জোড়শিং গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়শিং গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর পুত্র রব্বানীর সঙ্গে একই এলাকার মৃত হাজরা গাজীর পুত্র আছের আলীদের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও তার ভাই আবু সাহামাসহ কয়েকজন উভয় পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ উঠেছে, এ সময় আছের আলী গংরা তাদের ওপরও হামলা চালায়। এতে ইউপি সদস্য গোলাম কিবরিয়া, আবু সাহামা, মুর্শিদ ও কবিরুল আহত হন। আহত ইউপি সদস্য গোলাম কিবরিয়াকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে আছের আলী গংদের মারপিটে গোলাম রব্বানীসহ তাদের পক্ষের কয়েকজন আহত হন এবং তারাও কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আছের আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “তারা আমাদের মারপিট করে আহত করেছে। আমরা তাদের মারপিট করিনি।”
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন, তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।