1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২১ মে ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে জোর করে জমি দখলে নিয়ে পরিবারকে ভূমিহীন করার পাঁয়তারা শিবগঞ্জে যৌতুকের ৫ লক্ষ টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা পদ্মা সেতু দক্ষিণে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, রাজশাহীর আশিকুর গ্রেপ্তার জমির দলিলমূল্য ও রেজিস্ট্রেশনের আসছে বাজেটে বড় ধরনের পরিবর্তন খুলনার কয়রায় নদী থেকে বালু উত্তোলন, গুনতে হলো জ‌রিমানা গলাচিপায় সুদি কারবারীর টাকা পরিশোধ করতে না পেরে চিরকুট লিখে বই ব্যবসায়ীর আত্মহত্যা খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে দেশের প্রথম ‘স্টুডেন্টস হেলথ কার্ড’ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ, বোর্ডের স্থগিতাদেশ ধামইরহাটে জনঅংশগ্রহণ মুলক উন্মুক্ত বাজেট ঘোষনা জাহানপুর ইউনিয়ন পরিষদের

কয়রায় হাফেজ মঈনুল ইসলামের স্মরণে হৃদয়বিদারক দোয়া মাহফিল: এক অপূরণীয় শূন্যতার হাহাকার

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মঈনুল ইসলামসহ অন্যান্যদের স্মরণে এক মর্মস্পর্শী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকালে উপজেলার মসজিদে আবু বকর সিদ্দিক (রা) জামে মসজিদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বক্তারা হাফেজ মঈনুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শূন্যতার কথা তুলে ধরেন। এক বর্ণাঢ্য জীবনের আকস্মিক সমাপ্তি,হাফেজ মঈনুল ইসলাম ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং মসজিদে আবু বকর সিদ্দিক (রা) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও ইমাম। একইসাথে তিনি ইসলামিক ফাউন্ডেশনের কুরআন শিক্ষা কেন্দ্রের একজন নিবেদিতপ্রাণ শিক্ষকও ছিলেন। তাঁর চলে যাওয়া কয়রা উপজেলায় শুধু একটি শূন্যতাই তৈরি করেনি, বরং অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীর হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। তাঁর মৃত্যু কয়রার শ্রেষ্ঠ হাফেজদের একজন হিসেবে পরিচিত এই বিদগ্ধ ব্যক্তিত্বের জীবনের এক অপূরণীয় সমাপ্তি। শোক ও শ্রদ্ধায় স্মরণ,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক হাফেজ শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঘুগরাকাটি ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবি মুহাদ্দিস মাওলানা আশরাফুল আলম, উপজেলা আল-হেরা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আইউব আলী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শামসুল হক, অর্থ-সম্পাদক হাফেজ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ এনামুল হকসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা তাঁদের আলোচনায় হাফেজ মঈনুল ইসলামের ধর্মীয় জ্ঞান, সমাজসেবা এবং তাঁর বিনম্র স্বভাবের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, “হাফেজ মঈনুল ইসলামের মতো কয়রার শ্রেষ্ঠ হাফেজ বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় এবং আমরা তাঁর বিদায়ে খুবই ব্যথিত।”এক মর্মান্তিক দুর্ঘটনা,উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের বকেয়া বেতন-ভাতার দাবিতে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণের উদ্দেশ্যে মাহিন্দ্রা যোগে খুলনায় যাওয়ার পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডুমুরিয়ার কাছাকাছি তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হাফেজ মঈনুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ ও মাহিন্দ্রা চালক রফিকুল ইসলাম নিহত হন। এই হৃদয়বিদারক ঘটনায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা হাফেজ মনিরুজ্জামান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ইউনুস আলী, হাফেজ মঈনুল ইসলাম (জীবিত) গুরুতর আহত হন। আহত সকলের জন্য দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা ও দোয়া শেষে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগণ হাফেজ মঈনুল ইসলামের কবর যিয়ারত করতে তাঁর বাসায় যান এবং পরিবারের সদস্যদেরকে সান্তনা প্রদান করেন। এই শোকাবহ দিনে কয়রার ধর্মপ্রাণ মানুষ এক উজ্জ্বল নক্ষত্রকে হারানোর ব্যথায় ব্যথিত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com