1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ৩০ মে ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা ভারতে থাকবে যতদিন ততদিন বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না- সার্জিস আলম মির্জাপুর যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিমের স্ত্রী ইয়াবাসহ আটক ঝালকাঠিতে বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে শিক্ষার মানোন্নয়নে ইউএনও স্যারের বিদ্যালয় পরিদর্শন বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলজুড়ে ঝড়ো হাওয়া, জলোচ্ছ্বাসের শঙ্কা ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কিশোর আটক বাগাতিপাড়ায় পুলিশের ওপেন হাউজ ডে কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ: ফ্যাসিবাদ নির্মূলে নতুন অধ্যায়ের জল্পনা পলাশবাড়ীতে ৭০ লক্ষ টাকা আত্মসাত এবং উদ্ধারের দাবিতে সংগঠনের সাবেক সেক্রেটারি বিপ্লবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ

কর্ণফুলীতে চোরাই তেলের ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৪

আকিব হুমায়ুন জয়
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাই পেট্রোলিয়াম তেল পাচার ও ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় দুটি রাজনৈতিক গ্রুপ।

বুধবার (২৮ মে) সকাল ১০টার দিকে জুলধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর বিওসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—জুলধা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার (৪৬), আলমগীর, ইউনুস ও শাহনুর। প্রত্যেকেই ডাঙ্গারচর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এরা সকলে কোনো না কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কর্ণফুলী নদীতে চোরাই ‘পিলাই তেল’ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রভাবশালী বিএনপির দুটি গ্রুপের মধ্যে বিরোধ চরমে ওঠে। ওই সময় থেকেই নদীঘাটের নিয়ন্ত্রণ, তেল ওঠানোর সিরিয়াল ও ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে প্রায়ই উত্তেজনা চলছিল।

বুধবার সকালে দুই পক্ষের লোকজন প্রকাশ্যে ঘাট দখলে নিতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে সংঘর্ষ থামায় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। তাদের উল্টো করে মাটিতে ফেলে রাখার ছবিও ফেসবুকে ভাইরাল হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সেনাবাহিনী চারজনকে থানায় এনেছিল। পরে তাদের মধ্যে তিনজনকে আবার নিয়ে গেছে। বিস্তারিত জানানো হয়নি।”

এদিকে সেনাবাহিনীর ক্যাম্পে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, প্রশাসনের নিরব ভূমিকার কারণেই নদীকেন্দ্রিক এই চোরাই তেল কারবার বহুদিন ধরে প্রকাশ্যে চলছিল। তারা অবিলম্বে নদীঘাটগুলোতে নজরদারি বাড়ানো ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com