নেত্রকোনার কলমাকান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে ইউএনও কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, প্রভাষক সুমন চন্দ্র সরকার, শিক্ষক সেলিম জাহাঙ্গীর, কলমাকান্দা ক্রীড়া সংস্থার সদস্য মো. সাখাওয়াত হোসেন ও ফয়সাল আহাম্মেদ বাপ্পি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ক্রীড়ার গুরুত্ব ও যুব সমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার উপর জোর দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে না, বরং এটি সমাজে শৃঙ্খলা, নেতৃত্ব এবং সহনশীলতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে সকলে ক্রীড়াবান্ধব সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।