আজ রবিবার বিকাল চারটায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের অংশ গ্রহন, খেলাধুলার মানোন্নয়ন” এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে খেলোয়াড়দের নিয়ে এক র্যালী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় কয়লা প্রগতি সংঘ বনাম কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা টি পেন্লাটি তে গড়ায়। পেন্লাটি শুটে কলারোয়া ৪-৩ গোলে কয়লা প্রগতি সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করেন এবং পুরষ্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, বি,আর,ডি,বি অফিসার এইচ,এম সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার সাঈদ আলী, রেফারি ফারুক হোসেন স্বপন, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মেহেদী হাসান বাপ্পি, সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু,শিক্ষক মোঃ আজগর আলী, সিয়াম হোসেন সহ বিপুল সংখ্যক দর্শক খেলা টি উপভোগ করেন। রেফারি হিসেবে ছিলেন মাসউদ পারভেজ মিলন ও সহকারী রেফারি ছিলেন আনোয়ার হোসেন ও কামরুজ্জামান বাবু। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।