ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামকে এডহক কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ভূইয়া কর্তৃক বেআইনিভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা।
শনিবার (২৭ জুলাই) সকাল ১১টায় গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অভিভাবক ও শিক্ষানুরাগী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কোনো প্রকার তদন্ত ছাড়াই একজন প্রধান শিক্ষককে এভাবে বরখাস্ত করা অন্যায় ও শিক্ষার পরিবেশের পরিপন্থী।
তাছাড়া বর্তমানে যাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সেই লোকমান হোসেন হল পতিত সরকারের দোসর। সে দলীয় প্রভাবে নিয়োগ পেয়েছে। বক্তারা তাকে অবিলম্বে তার পদ থেকে অপসারণের দাবিও জানান।
তারা বলেন, প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলাম একজন সৎ, শিক্ষানুরাগী ও দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বক্তারা অবিলম্বে এই বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবু জাহের মিয়া, মো. এরশাদ, গোপীনাথপুর গ্রামবাসী পক্ষে মো. জসিম উদ্দিন, মাইনুল ইসলাম মৃণাল, জিয়াউল হক বাহাদুর, আবদুল হাকিম প্রমুখ।
প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামের সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে এডহক কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ভূইয়া মুঠোফোনে জানান সকল বিধি বিধান মেনেই তাকে বরখাস্ত করা হয়েছ। নৈতিক স্থলন, আর্থিক অনিয়মসহ তার বিরুদ্ধে ১৭টি গুরুতর অভিযোগ রয়েছে।