আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২১ মে) সকালে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম। প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. শফিকুর রহমান, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমেদ চৌধুরী এবং এনসিপি প্রতিনিধি তানভীর ইসলাম শাহীন। চাল বিতরণ কার্যক্রমে উপকারভোগী নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি বছর ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়, যা তাদের ঈদের আনন্দে সহায়ক ভূমিকা রাখে।