মাদারীপুরের কালকিনিতে পাট ক্ষেত থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভী কান্দী গ্রামে এ ঘটনা ঘটে তিনি একই ইউনিয়নে মাঝের কান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত এলজিইডি অফিস সহকারীর আবুল জলিল সিকদার (৭০) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে একই ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের সেলিম তালুকদারের পাট ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। প্রথমে কৃষক সেলিম তালুকদারের ছেলে সাঈদ তালুকদার পাট ক্ষেতে আগাছা বাছাইয়ের উদ্দেশ্যে প্রবেশ করলে তার মৃত দেহ দেখতে পায় ।। পরে পুলিশকে খবর দিলে তার মৃতদেহ উদ্ধার করে কালকিনি থানায় নিয়ে আসা হয়।
মেয়ে জামাতা জসিম উদ্দিন বলেন,সকালে বিভিন্ন জনের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানাচ্ছিলাম ঠিক ঐ মুহূর্তে আব্দুল আহাত নামের একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে বাড়ির পিছনে পাট ক্ষেতে একটা মানুষের লাশের মতো দেখা যায় পরে আমার বোন ও আমার স্ত্রী ঘটনা স্থলে গিয়ে দেখে আবুল জলিল সিকদার এর মৃত দেহ পরে আছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটির সুরতহাল নির্ণয় করে পোস্টমর্টেম এর জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।