মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ৫০০ ফুট পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন।
শনিবার (১৬ডিসেম্বর) বিকেলে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালকিনি সৈয়দ আবুল হোসন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় সবার হাতে ছোট একটি করে জাতীয় পতাকা এবং বিজয় দিবসের বিভিন্ন রকমের প্লেকার্ড নিয়ে সংগঠনের কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব,সাধারণ সম্পাদক সজিব খান,উপদেষ্টা তাইজুল ইসলাম সাজ্জাদসহ সংগঠনের ১৫ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে।
শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজীব হোসেন বলেন সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ৫০০ ফিট জাতীয় পতাকা নিয়ে আনন্দ র্যালী করা হয়েছে। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করছি।