1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বাসের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২ পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মামলার বাদিকে হেনেস্থাার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রতিটি ওয়ার্ডে হাজির হচ্ছেন মেয়র নিজেই: চট্টগ্রামে নির্মিত হচ্ছে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন ভাঙ্গায় প্রণোদণা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ রাবিতে খেলায় মারামারি নিয়ে বির্তক যেন পিছুই ছাড়ছে না কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা-হামলা

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত চা দোকানদার এমারত সরদার (৪৫) তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা থাকায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত এমারত সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের ফরজউদ্দিন সরদারের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মোসা. তাহমিনা বেগম। এই আনন্দে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকরা নির্বাচনের পরের দিন গত সোমবার (৮ জানুয়ারী) সকালে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের যাবার পথে মিছিলে হঠাৎ করে হামলা চালায় নৌকার পরাজিতপ্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের কর্মী-সমর্থকরা। অভিযোগ উঠে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সাহিদ পারভেজের নেতৃত্বে বিজয় মিছিলে এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় এমারত সরদারসহ দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। পরে এমারতের অবস্থা আরো গুরুতর হলে সেখান থেকে বৃহস্পতিবার ভোরে আহত এমারত সরদারকে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে মারা যান এমারত সরদার।

এই ঘটনায় নিহত এমারত সরদারের ছেলে হাসান সরদার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কালকিনি থানায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা ছেলেদের এতিম করা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

নিহতের ছেলে ওহিদ সরদার বলেন, ৮ জানুয়ারী বিজয় মিছিলে নৌকার সমর্থকরা বোমা মারে। এতে করে আমার বাবা আহত হন। পরে তিন দিন চিকিৎসার পর আজ (বৃহস্পতিবার) আমার বাবা মারা গেছেন। আমার বাবা স্বতন্ত্রপ্রার্থী তাহমিনা বেগমের সমর্থক ছিলেন। এই হত্যার বিচার চাই আমরা।

পরাজিত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক ও কালকিনির আলীনগর ইউনিয়নের চেয়াম্যান সাহিদ পারভেজ বলেন, একটি পক্ষ এই বোমা হামলার ঘটনার দোষ আমাদের উপর চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমি বা আমাদের কোন লোক এই ঘটনার সাথে জড়িত না। বিজয় মিছিলে নিজেরাই আনন্দ করার জন্য ককটেল ফোটাতে ফোটাতে এসেছে। পরে নিজেদের ফোটা ককটেলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমিও চাই পুলিশ প্রশাসন এর সঠিক তদন্ত করে দোষীদের বিচার করুক।

রাজধানী ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালের সিইও ডা. গোলাম মোস্তফা বলেন, এমরাতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করার আগেই অবস্থা খারাপ ছিল। ভোরে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাদারীপুর-৩ আসনের সদ্যবিজয়ী সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগম বলেন, ৭ তারিখে আমার নির্বাচনী ফলাফল ঘোষণা করার পর, তারা বাড়িতে চলে যান। এরপর সকালে আলীনগর ইউনিয়নে তারা বিজয় মিছিল বের করে। সেই বিজয় মিছিলে আমার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ড.আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন মিছিলের উপরে বোমা মারেন। বোমায় আমার কয়েকজন কর্মী আহত হন। এরমধ্যে দুইজন কর্মী গুরুতর আহত হন। এর মধ্যে এমারত নামের আমার এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) মারা যান। আমি প্রশাসনের কাছে দাবী করবো, বিজয়ের পরে বিজয় মিছিল হতেই পারে। সেখানে প্রতিপক্ষ কিভাবে বোমা মেরে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? এটা পরিকল্পিত এবং এর সঠিক বিচার প্রার্থণা করছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com