চিলমারী উপজেলার, ঢুষমারা থানা, অষ্টমীর চর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেলুর মোড়ে গতকাল রাতে প্রবল কালবৈশাখী ঝড়ে একটি পুরনো গাছ উপড়ে পড়ে মোঃ আয়নাল হক (৫৬) এর মুদি দোকানের ওপর। এ ঘটনায় দোকানঘরসহ দোকানের মূল্যবান মালামাল ও একটি ফ্রিজ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের দাপটে প্রায় ২৫ বছর বয়সী বিশালাকৃতির একটি গাছ শিকড়সহ উপড়ে যায়। ঝড়ের প্রচণ্ড বাতাসে দুলতে দুলতে মুহূর্তের মধ্যে গাছটি আয়নাল হকের দোকানের ওপর পড়ে। গাছের আঘাতে দোকানটির টিনের চালা, কাঠের স্ট্রাকচার, ভেতরের আসবাবপত্র এবং বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও দোকানে থাকা একটি বড় ফ্রিজ সম্পূর্ণ ভেঙে যায়।
এ ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে হতবাক হয়ে যান। স্থানীয়রা জানান, গাছটি দীর্ঘদিন ধরে সেখানে দাঁড়িয়ে থাকলেও নিচের অংশের শিকড় এবং গাছের গুঁড়ি নরম ও দুর্বল হয়ে গিয়েছিল। ফলে কালবৈশাখীর মতো প্রবল ঝড়ের আঘাতে এটি আর স্থির থাকতে পারেনি।
এলাকাবাসীরা আরও বলেন, “ভাগ্যক্রমে ঘটনাটি রাতে ঘটায় কোনো প্রাণহানি হয়নি। কিন্তু যদি এটি দিনের বেলা ঘটত, যখন দোকানে লোকজনের ভিড় থাকে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”
ক্ষতিগ্রস্ত দোকানি মোঃ আয়নাল হক জানান, “এই দোকান দিয়েই আমার পরিবারের জীবিকা নির্বাহ হতো। এখন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।