গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রোববার রাতে সোহাগ এগ্রো কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় কারখানার নিরাপত্তাকর্মী ও অন্যন্য স্টাফ ও কর্মচারীদের হাত পা বেধেঁ কম্পিউটার,ইলেকট্রিক মালামাল ও নগদ অর্থসহ প্রায় ৬৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেন কালিয়াকৈর থানার পুলিশ ।
কারখানা কতৃপক্ষ ও পুলিশ সূত্র জানায় রোববার রাতে আনুমানিক দুইটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল কারখানার নিরাপত্তা বেষ্টনির কাটা তারের বেড়া কেটে দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানার নিরাপত্তাকর্মীসহ ভিতরে থাকা ১৫ থেকে ১৮ জনের মতো কর্মচারীর হাত পা বেধে ফেলে। পরে কারখানার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। পরে কারখানার বৈদ্যুতিক তার ,সার্কিট ,ইলেকট্রিক মালামাল,দুইটি কম্পিউটার ,১ টি ল্যাপটব,একটি ওজন মাপনের ব্রীজ স্কেল, সিসি ক্যামেরার মেশিনারিজ ও নগত ১ লাখ ৩৫ হাজার নগদ অর্থ লুট করে। এদিকে মেইন গেইটের তালা ভেঙ্গে ডাকাতদের সাথে আনা একটি পিকাআপ ভ্যানে ভর্তি করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। ভোর চারটার দিকে ওই কারখানার একটি মাল ভর্তি গাড়ি ভিতরে প্রবেশ করে গাড়ির চালক দেখতে পান সবার হাত পা বাধা অবস্থায় পরে আছে। পরে বিষয়টি কারখানার মালিক ও ম্যানেজারকে জানালে ভোরেই তারা এসে কর্মচারীদের হাত পায়ের বাধন মুক্ত করে বিষয়টি পুলিকে অবহিত করেন। পরে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
কারখানার মালিক মোঃ জলিল উদ্দিন বলেন রাতে ডাকাতরা কারখানার ভিতর প্রবেশ করে। পরে কারখানার কর্মচারীদের হাত পা বেধে প্রায় ৬৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন কারখানা পরিদর্শন করেছি ডাকাতির সত্যতা মিলেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে মালামাল উদ্ধারে চেষ্টা অব্যহত রয়েছে ।