1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা রাবিতে ‘বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুূ্দ্ধকরণ সভা রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক ‎পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জলবায়ু উদ্বাস্তু কয়রার মানুষের বাঁচার দাবি

কুড়িগ্রামে ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মোঃ ইউনুস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের মাঠের পাড় বাজারের নিকটবর্তী ছড়ারপাড়ে পাঁচদিন ব্যাপী ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশন।এই ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক, কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম ২ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা মোঃ সোহেল ইসলাম কায়কোবাদ, জেলা বিএনপির অন্যতম সংগ্রামী নেতা, বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম বেবু, জেলা বিএনপির অন্যতম সংগ্রামী নেতা ও বিশিষ্ট সাংবাদিক জনাব মোঃ আশরাফুল হক রুবেল সহ উক্ত ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলা ও উপজেলার অনেক নৌকা অংশ গ্রহণ করেছে। এই নৌকা গুলোর নাম বেশ চমৎকার যেমনঃ সোনার তরী,সাতভাই,উরাল পংকি, একাত্তরের সৈনিক, স্বপ্নের বন্ধু সহ আরও অনেক রং বেরঙের নৌকা। গতকাল রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে সেখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম। সেখানে আগত এক নারী দর্শনার্থী মোছাঃ জামিলা বেগম (৫৬)বলেন, আমরা লালমনিরহাট জেলা সদর থেকে এসেছি নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য।এই নৌকা বাইচ প্রতিযোগিতা বাঙালি জাতির জাতীয় জীবনের একটি সাংস্কৃতির অংশ। আশির দশকের সেই ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা কালের বিবর্তনে আজ বিলুপ্তির পথে, এ রকম আরও অনেক ঐতিহ্য বাহী সংস্কৃতি যেমনঃ লাঠি খেলা,ঘোড়া দৌড়, হাডুডু,কাবাডি সহ আরও অনেক ঐতিহ্য বাহী খেলা আজ বিলুপ্ত প্রায়। তাই মানুষ আজকাল বিনোদন জগত থেকে বিছিন্ন থাকায় মানুষিক ভাবে অশান্তি ও অসুস্থতা অনুভব করিতেছে। সেখানে আগত আর এক দর্শনার্থী মোঃ আব্দুল কাদের মোল্লা (৬০) বলেন আজ থেকে প্রায় ৩০ থেকে ৩২ বছর আগে প্রতি বছর বন্যা মৌসুমে বাংলাদেশের আনাচে কানাচে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। এখানে নৌকা বাইচ দেখতে বেশ আনন্দ লাগছে।  বছরে কমপক্ষে দুই এক বার এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা দরকার।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com