কুষ্টিয়ার ইবি থানা এলাকায় বিশেষ অভিযানে তিন জন গ্রেপ্তার করেছে ইবি থানা পুলিশ। ১৮ই ডিসেম্বর ইবি থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে ০৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা যায়, জনাব এ এইচ এম আবদুর রকিব, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ মামুন রহমান অফিসার ইনচার্জ, ইবি থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ তুষার রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২০ (বিশ) গ্রামে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ সিরাজল ইসলাম (৩৭), পিতা-মোঃ লুৎফর রহমান , গ্রাম-পিয়ারপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন। এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী শাহিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুরাতন মামলার আসামী সদর উদ্দিন বিশ্বাস(৫০), পিতা-মৃত আদিল বিশ্বাস , গ্রাম- কুলচারা (বড়) , থানা- শৈলকুপা, জেলা -ঝিনাইদহকে গ্রেফতার করেন। এসআই (নিঃ) আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অন্যান্য মামলার আসামী মোঃ শাহিন(৩২), পিতা-মোঃ ইব্রাহিম সাইদ , গ্রাম-গোস্বামী দূর্গাপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন।
উল্লেখিত সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ইবি থানার অফিসার ইনচার্জ বলেন: থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।