কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলার নববর্ষ-১৪৩২ পালিত হয়েছে। আজ সোমবার সকালে শত শত শিক্ষার্থী বর্ণাঢ্য সাজে ঢাকঢোল পিটিয়ে ভেড়ামারা সরকারি কলেজ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শত শত শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক ও আহ্বায়ক আসলাম উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
শোভাযাত্রা শেষে ভেড়ামারা সরকারি কলেজে পান্তা, ভর্তা, মরিচ ও পেয়াঁজের আয়োজন করেন।