।কুষ্টিয়া সমাজ সেবা অধিদপ্তরের আওধীন রোগী কল্যাণ সমিতির উদ্যোগে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আর্থিক অস্বচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৬ জানুয়ারী সকালে হাসপাতাল অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আব্দুল কাদের, সাবেক উপ-পরিচালক জনাব নজরুল ইসলাম, সাবেক উপ-পরিচালক জনাব শামীম ফাতেমা, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (সাকফা) এর চেয়ারম্যান জনাব শামসুল আলম স্বপন, সমাজ সেবক রেজাউল ইসলাম প্রমুখ । সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা মো: আখিনুর রহমান । অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আব্দুল কাদের বলেন, দু:স্থ্য রোগীদের তীব্র শীত থেকে পরিত্রাণের জন্য বিনামুল্যে শীতবস্ত্র (কম্বল ) বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে । আজ ২৫০ জনকে শীত বস্ত্র প্রদান করা হলো আগামীতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।