কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে শুকুর আলী (৫০) নামের এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) শেষ বিকালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার এলাকার দবির উদ্দিনের ছেলে শুকুর আলী স্থানীয় আয়নাল হক এর ‘ছ’ মিলে কাঠ ফাড়াই করতে গেলে অসাবধানতা বসত এ দুর্ঘটনার শিকার হন। নিহত শুকুর আলী উক্ত ‘ছ’ মিলের মালিক আয়নাল হকের ভগ্নিপতি বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এস আই মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছি, এখন আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।