1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালপুরে ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক উল্লাপাড়ায় ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত মৃত্যু ফাঁদে পরিণত ব্রিজ: দুর্ঘটনার সম্ভাবনা ১০০% শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাধারণ সদস্য সম্মেলন বাংলাদেশের জাতীয় কবি, প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী আজ গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাব-১৯৯০ কার্যকরী পরিষদ (২০২৫-২৬)এর কমিটি গঠন বিষখালীর ভাঙ্গনে বিলীনের পথে রামনা লঞ্চঘাট; আতঙ্কে কয়েক হাজার পরিবার পুষ্টি-গুনে ভরপুর দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ নজরুল একাডেমির উদ্যোগ পরশুরামে কবি নজরুলের জন্মজয়ন্তীতে নানা আয়োজন

কুড়িগ্রাম, ভূরুঙ্গামারীতে কান্না শুনে নবজাতক উ*দ্ধা*র এবং পরিচয় মিলল উ*দ্ধা*র হওয়া শিশুটির

মোঃরুবেল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িয়ে পাওয়া ৮ দিন বয়সী কন‍্যা শিশুটির বাবা মায়ের পরিচয় অবশেষে পাওয়া গেছে। শিশুটি জাহানারা বেগম ও নুর মোহাম্মদ দম্পতির সন্তান। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকশির খামার এলাকায়।
শনিবার (২৪ মে) দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  ২ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন থাকার পর প্রশাসনের সহায়তায়
শিশুটিকে অভিভাবকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
জানাগেছে, গত শুক্রবার সকালে উপজেলা সদরের বাংলালিংক টাওয়ার সংলগ্ন মিলন মিয়া ও আসমাউল হোসনা দম্পতি তাদের বাড়ির ওয়াশরুমের পাশে একটি নবজাতকের কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে। অনেক খোঁজাখুঁজি করে শিশুটির অভিভাবক না পেয়ে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে। পরে পুলিশ
থানায় একটি সাধারণ ডায়েরি করে শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে ওই শিশুটির বিমাতা ভাই শুক্রবার রাতে শিশুটির মাকে ফোন করে তথ‍্য জানায়। পরে রাত দুইটার দিকে অভিভাবক শিশুটির মা ভূরুঙ্গামারী থানায় যোগাযোগ করে।
পুলিশ জানায়, আসমাউল হোসনা ও জাহানারা বেগম সম্পর্কে খালাতো বোন। গত ১৭ মে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নুরজাহান বেগম একটি কন‍্যা সন্তানের জন্ম দেন।
নুরজাহানের স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত শুক্রবার সকালে ঘর থেকে নবজাতক শিশুটিকে নিয়ে কাউকে কিছু না বলে ভূরুঙ্গামারীতে আসমাউল হোসনার বাড়ির পাশে গোপনে রেখে চলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে উদ্ধার করে ভূরুঙ্গামারী থানার সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক ও নার্সের সহযোগিতায় শিশুটি এখন সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটি সুস্থ আছে এবং তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। ইউএনও, ওসি ও সমাজসেবা কর্মকর্তার উপস্থিততে শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল মাহমুদ জানান, শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। পরিচয় যাছাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষ করে শিশুটিকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com