অবিরাম বৃষ্টির পরিনতি নীলফামারীর মাঠে পাকা সোনালী ধানের এখন পানির নিচে আকাশে অঝোর ধারায় ভাসছে কৃষকের স্বপ্ন এখন পানির নিচে।কি সুখ তার স্বপ্ন কি বাসায় নিয়ে আসতে নামতেই হাতে পানি। শ্রমিক খুঁজতে গেলেই তারা পানি দেখলেই ঘুরে আসছেন। এতে কৃষকরা খুবই দুশ্চিন্তায় পড়েছেন। শ্রমিক না পেয়ে তারা নিজেই হাতে কাস্তে নিয়ে দুঃসাহস নিয়ে ধান ক্ষেতে নেমে পড়েছেন। কৃষক আরো বলেন বলে ধান বাসায় নিয়ে গেলেও দুশ্চিন্তায় পড়তে হচ্ছে রৌদ্রতাপ না থাকলে তাদের ধান ও খড় নষ্ট হয়ে যাচ্ছে এতে অনেক লোকসান গুনতে হচ্ছে। সারা বারো মাস কষ্ট করে তাদের এই ফসল। সে অধিক টাকার কীটনাশক সার। জমিতে সেচ । তাদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না। অশ্রু ঝরা পানি নিয়ে ছুটছেন কৃষক। বাঁচলে বাঁচবে দেশ।