নেত্রকোণার কেন্দুয়ার খুচরা বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজ প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা। ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হলেও এক দিনের ব্যবধানে দাম বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন- ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও বর্তমানে দেশের বাজারে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন ও আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে। পাশাপাশি নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে এবং আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।কেন্দুয়া বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজি ২২০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন বলেন, একদিকে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে, অন্যদিকে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে বাজারে অস্থিরতা তৈরি করছে। আগামী ১৫ দিনের মধ্যে বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ ব্যাপকভাবে বাড়বে, তখন এমনিতেই পেঁয়াজের দাম কমে আসবে।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, পেঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধির ব্যাপারে আমরা অবগত হয়েছি এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে যাতে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করতে না পারে।