নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মবর্হিভূত দাতা সদস্য নির্বাচনের পর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলমের যোগসাজশে খায়রুল বাশার নামে এক ব্যক্তিকে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিদ্যালয়টির একজন প্রতিষ্ঠাতা সদস্য ও তিনজন নির্বাচিত অভিভাবক সদস্য বৃহস্পতিবার বিকালে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বরাতে জানা যায়, বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ১২ই ডিসেম্বর অভিভাবক ক্যাটাগরির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান, নির্বাচিত অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, সেকুল মিয়া ও ইয়াসিন মিয়াকে সভাপতি পদে নির্বাচনের বিষয়ে কোনো নোটিশ না দিয়েই প্রধান শিক্ষক ১৮ই ডিসেম্বর সভাপতি নির্বাচন সম্পন্ন করেন।
নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাপতি নির্বাচনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলমের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসায়। এ ছাড়া মনগড়া নোটিশ, রেজুলেশন খাতা তৈরি করে প্রয়োজন অনুযায়ী পছন্দের কিছু সংখ্যক সদস্যের স্বাক্ষর নিয়ে ম্যানেজিং কমিটির অবৈধ সভাপতি হিসেবে খায়রুল বাশারকে নির্বাচন করে বর্তমানে প্রধান শিক্ষক তা অনুমোদনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলমকে মুঠোফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গুরুতর অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইউএনও সেলিম মিঞা বলেন, ঘটনাটি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ওই বিদ্যালয়ে নিয়মবর্হিভূতভাবে দাতা সদস্য নির্বাচনের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে গত ১১ই ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন বাঁশহাটি গ্রামের মৃত আ. ছোবানের ছেলে আবুল হাসেম।