•কেন অবৈধ উপায়েও আমরা আমাদের টাকশালে বৈদেশিক মুদ্রা তৈরী করতে পারবোনা?
এখন একটা সাধারণ প্রশ্ন অনেকের মনেই আসতে পারে, যা হচ্ছে যে টাকা এবং ডলার একই কাগজ দিয়ে তৈরী করা হয়, আমরা তো আমাদের টাকশালে টাকা তৈরীর পাশাপাশি অবৈধ উপায়ে অন্যদেশের মুদ্রা তৈরী করতে পারিনা?
ঠিক এই প্রশ্নটা আমাকে ৮ দিন আগে করা হয়েছিল। এর উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ। কারন আপনি যত গোপনীয়ভাবেই আপনাদের টাকশালে আপনি ডলার উৎপাদন করতেই চান, এবং বিষয়টা আপনি যতই গোপনীয় রাখতে চান, এটা কিন্তু গোপন থাকবেনা বর্তমান এই পৃথিবীতে, কারন উত্তর কোরিয়ার চেয়ে গোপনীয় দেশ পৃথিবীতে আর একটিও নেই, এই দেশটি পুরা পৃথিবীর থেকে একপ্রকার বিচ্ছিন্ন। কিন্তু তারপরও তাদের কোনো কার্যক্রমই সম্পূর্ণ গোপন রাখা যায়না। তা কোনো না কোনো প্রকারে প্রকাশ পায়। এখন আপনি যদি আপনাদের এই আর্থিক বাটপারি যতই গোপন রাখতে চান তা কিন্তু কখনোই গোপন থাকবেনা, এর ফলে আপনি এবং আপনার দেশ চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়বেন, এবং আপনি যে সমৃদ্ধির আশায় এটা করতে যাবেন উল্টা আপনার দেশের অর্থনৈতিক কাঠামো চুড়ান্তভাবে ভেঙে পড়বে। তাই যদিও টাকা ও ডলার একই কাগজ দিয়ে তৈরী করা হয়, তবুও চুড়ান্ত গোপনীয়তা মধ্যেও আপনি আপনাদের দেশে ডলার তৈরী করতে পারবেনা। কারণ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আপনি যতই গোপন রাখতে চান তা কোনোমতেই সম্ভব নয়।যেমন ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় এরকমের একটা ঘটনা ঘটিয়েছিল, কিন্তু তেমন ফলপ্রসূ হয় নি, আবার ২য় বিশ্বযুদ্ধের সময় ন্যাৎসি বাহিনীর অপারেশন বেনহার্ট, এসব ঘটনা এনেক সময় আগের, তারপরও গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় নি। এখন এত কিছুর পরেও যদি আপনি গোড়ামী করেন তবে বর্তমান বিশ্ব সম্পর্কে আপনার বিন্দুমাত্র জ্ঞান নেই। কারন কাঠামোগত কারনেই অনেক কিছু করা সম্ভব নয়।