বাগেরহাট জেলার কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদ কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ রাজীব আহমেদ কে সভাপতি ও তইনুল ইসলাম সিয়ামকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।গতকাল শনিবার ( ২১ ডিসেম্বর ) কোকো রহমান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো: মুজাহিদ জুয়েল ও সদস্য সচিব বাবুল ঢালি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।কমিটিতে স্থান পাওয়া অন্যান্য রা হলেন.সিনিয়র সহ-সভাপতি: লোকমান হাওলাদার, সহ সভাপতি : আব্দুল্লাহ আল-মামুন, সহ সভাপতি:মোঃ সাগর আহামেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : জাকারিয়া হাসান, যুগ্ম সম্পাদক:তামিম ইকবাল খান, যুগ্ম সম্পাদক:জাবেদ হাওলাদার সাগর, যুগ্ম সম্পাদক: মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক:সৌরভ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক: বাকিবিল্লাহ শেখ, দপ্তর সম্পাদক: রাতুল ফকির, সহ দপ্তর সম্পাদক:আশিকুর রহমান, প্রচার সম্পাদক:জিলন রহমান সানি, সহ-প্রচার সম্পাদক:জিলন রহমান সানি, সদস্য:তানভীর ফরাজি, সদস্য:আবির হাসান আফ্রিদি, সদস্য:মোহাম্মদ মুন্না, সদস্য: সাকিব হাওলাদার , সদস্য:ইউনুস জোমাদ্দার, সদস্য:ইমন হাসান, সদস্য:মর্তুজা আলী নয়ন, সদস্য:মোঃ ইয়াসিন, সদস্য:নাঈম খান, সদস্য:নাজমুল খান, সদস্য:সুজন খান, সদস্য:মোঃ আসাদুজ্জামান সজিব, সদস্য:আব্দুল্লাহ সাইফ, সদস্য:মোঃ সাব্বির ফরাজি, সদস্য:রাকিব হাওলাদার, সদস্য:মোঃ ইমন শিকদার, সদস্য: মিরাজ হাওলাদার