1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসার দিঘী পশ্চিমপাড়ার রাস্তায় এক হাঁটু পানি, দুর্ভোগে দেড় হাজার মানুষ: ড্রেনের ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত আজ বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন মিঠাপুকুরে শিশু ও যুবাদের সাথে সংলাপ ফরিদপুরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম আমতলীতে ‘২৪ এর গণঅভ্যুত্থান গ্রাফিতি প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজপথে রাজনৈতিক নেতা কর্মীদের হিংসাত্মক শ্লোগানের প্রতিবাদ কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জন সহ ১৩ জনের যাবজ্জীবন গাজীপুর সদর উপজেলার বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতা নিরসনে যৌথ উদ্যোগ

কোনাবাড়ীতে বাসে ধর্ষণ চেষ্টা মামলায় পলাতক আসামি গ্রেফতার

Khan binoy
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহি বাসে এক নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পলাতক আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। শনিবার (২২ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন,মহানগরের কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর গোবিন্দবাড়ী এলাকার মোঃ আল-আমিন এর ছেলে মোঃ শাকিল হোসেন (২৭)। এর আগে গতকাল শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে শাহেদ আলী (১৯) ও কামরুল ইসলাম (১৭) নামে দুইজনকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। উল্লেখযোগ্য যে গত বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার পর উত্তরা হাউজ বিল্ডিং বাসষ্টেশন থেকে আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯৯২৪) কোনাবাড়ী নিজ বাসায় যাওয়ার জন্য উঠেন। এসময় আজমেরী বাসটি চালিয়ে আসছিলেন চালক মোঃ বাচ্ছু মিয়া। তার পাশে বসেছিলেন অপর চালক শাকিল হোসেন। আজমেরী পরিবহনের এ বাসটি গাজীপুরের হারিকেন নামক এলাকায় এসে যানজটে পড়েন। এসময় যানজটে আটকা পড়ে কয়েক ঘন্টা কেটে যায়। বাসে থাকা অন্য যাত্রীরা নেমে নিজ নিজ গন্তব্যে চলে গেলেও ওই নারী যাত্রী বাসে ঘুমিয়ে পড়ায় বাসেই রয়ে যান। এসময় ওই যাত্রীবাহী বাসে দুই চালক ও দুই হেলপার আর এক নারী যাত্রী ছিলেন। বাসটি রাত নয়টার দিকে বাইমাইল এলাকায় এসে একটি নির্জন স্থানে থামিয়ে নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন চালক বাচ্ছু মিয়া ও শাকিল। পরে গাজীপুর বাইবাস এলাকা থেকে হেলপার শাহেদ আলীকে বাসটি চালিয়ে চন্দ্রা যাওয়ার জন্য বললে শাহেদ বাসটি ধীরে ধীরে চন্দ্রার দিকে নিয়ে যেতে থাকেন। এসময় দুই বাস চালক নারী যাত্রীর শরীরে স্পর্শ করলে নারী যাত্রী চিৎকার করার চেষ্টা করলে তার হাতের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ধারণ করে। রাত নয়টা দিকে বাস চালক বাচ্ছু মিয়া কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে নামিয়ে দিয়ে বাসটি নিয়ে চন্দ্রা এলাকায় চলে যায়। ওই নারী যাত্রী কোনাবাড়ীর নিজ বাসায় গিয়ে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা নারী যাত্রীকে নিয়ে বৃহস্পতিবার রাতেই কোনাবাড়ী থানায় একটি অভিযোগ করেন। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,পলাতক আসামি বাচ্চুকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com