নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে মৌশুমি ফল উৎসব ২০২৪ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪ টায় খুলনা মহানগরীর শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আল হাসান আকুঞ্জীর সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি, ও প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক বৃন্দ।
গ্রীষ্মের তীব্র তাপকে কিছুটা হলেও প্রশমিত করে মৌসুমী ফলগুলো। এই সময়ে বাংলাদেশের মৌসুমী ফলের আধিক্য বেশি হওয়ার কারণে গ্রীষ্মের এই দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠকে মধুমাস হিসেবে আখ্যায়িত করা হয়। বাঙালির ঐতিহ্যের প্রতিনিধিত্বকরী এই মৌসুমী ফলগুলোর রয়েছে অভাবনীয় পুষ্টিগুণ।
ফল উৎসবে জাতীয়ফল কাঁঠাল সহ আম, জাম, লিচু, তরমুজ, পেয়ারা, কলা এবং আরো বেশ কিছু দেশীয় ফল রাখা হয়।
ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পাশাপাশি এই ধরণের কার্যক্রম প্রসংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ও সংগ্রহে ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ জন্য ভূমিকা রাখে।
এছাড়াও তিনি মৌসুমী দেশীয় ফল উৎসব আয়োজকদের ধন্যবাদ জানান।