1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‎দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মালিকসহ ব্যবসায়ীকে জরিমানা পাঁচবিবি তে ডিবি পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক কয়রায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে গণসংযোগ নওগাঁ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবানে লামায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই শ্রীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে শ্রমিকের মৃত্যু মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, নওগাঁ থেকে আটক ২ কালীগঞ্জের বিষ্ণুপুরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার আত্মহত্যা সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে গ্রেপ্তার বাবা

কয়রায় আমিরুল ইসলাম কাগজি অবহেলিত মানুষের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ, ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঙ্কার

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজী। শুক্রবার কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এলাকার মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন। একইসাথে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের ষড়যন্ত্র নস্যাৎ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন এই জাতীয়তাবাদী নেতা।সভায় আমিরুল ইসলাম কাজী বলেন, “কয়রা-পাইকগাছার মানুষ দীর্ঘকাল ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে থেকে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার এবং একটি উন্নত জীবন উপহার দেওয়ার।” তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।” তবে তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তি এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল আস্থা এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। উপকূলীয় এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করে আমিরুল ইসলাম কাজী জানান, এখানকার শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের অভাব পূরণে তিনি পাইকগাছায় ‘আমিরুল ইসলাম কাজী টিচার্স ট্রেনিং কলেজ’ প্রতিষ্ঠা করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল থেকে প্রার্থী হওয়ার আগ্রহের কথাও জানান তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি কয়রার সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে একটি মডেল উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য পেশার মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাওয়ার এবং সকল প্রকার অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান সভায় বলেন, এলাকার উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রবীণ সাংবাদিক সদর উদ্দিন আহমেদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বের ওপর আলোকপাত করেন। অন্যান্য সাংবাদিকবৃন্দও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নের সহযোগী হওয়ার আশ্বাস দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শরিফুল আলম, মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির,শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এস এম এ রউফ, মোঃ তরিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, সাইফুল ইসলাম সহ কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।সভায় উপস্থিত সকলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com