খুলনার কয়রা উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেজেএসের সমন্বয়কারী আঃ মালেক। সভায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিম, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মোঃ মসিউল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ জহুরুল হক, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ ও মোঃ রিয়াছাদ আলী, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, জেজেএসের প্রস্তুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়, ইউপি সচিব ইকবাল হোসেন, এনজিও প্রতিনিধি মোঃ শাহিনুর হাসান, জেজেএসের মহিমা আক্তার এবং সিপিবি সদস্য মনিরা খাতুন প্রমুখ।
সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।