কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি, ষোলহালিয়া গ্রামের মোঃ আমজেদ হোসেনের বাড়ীতে তার পুত্র বধুর দাবীতে আজ রবিবার বেলা ১১টায় অনশনে বসেন ৬ মাসের অন্তঃসত্ত্বা কুশোডাংগা গ্রামের কুলসুম বেগম নামের এক নারী। এ সময় এই অন্তঃস্বত্তা নারী ও তার মাতাকে মারধর করে আহত করেন আমজেদ হোসেন ও তার পরিবারের লোকজন। বর্তমানে সে কয়রা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং মারধরের সময় তিনি জানান ৯৯৯ এ কল দিয়েও তিনি পুলিশের কোন সহযোগিতা পাননি বলে তারা অভিযোগ করেছেন অনশনকারী অন্তঃসত্তা ঐ নারী ও তার মা।