কয়রা উপজেলা প্রশাসন ও সিএনআরএস নবপ্লব প্রকল্পের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা সদরে বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিএনআরএস নবপ্লবের প্রজেক্ট ম্যানেজার মুস্তাক মাহমুদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জিএম মাওলা বক্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা সদর ইউনিয়নের জামায়াতের আমির মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শিক্ষক এসএমএ রউফ, সহকারী শিক্ষা অফিসার বুধার চন্দ্র সানা, ইয়ুথ নেটের রাসেল আহমেদ প্রমুখ। বক্তরা বলেন, সুন্দরবন মায়ের মত সে জন্য সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। প্রতিটি দুযোর্গে সুন্দরবন আমাদের জন্য রক্ষা কবজের ভুমিকা পালন করে থাকে। তাছাড়া সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার,হরিণ নিধন বন্ধ এবং জীববৈচিত্র রক্ষায় করনীয় বিষয়ে নিয়ে গুরত্বপুর্ণ আলোচনা হয়।