1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

কয়রা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নামে ইফতার মাহফিল আয়োজনে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে

Omor Faruk
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

এরা তো আজ হুমকি দেবে কিছুদিন পরে রাস্তাঘাটে দেখা যাবে যারা মতের বিরুদ্ধে অবস্থান করছে তাদের উপর হামলা। কয়রাবাসির সাধারন মানুষের নিরাপত্তার জন্য তথাকথিত বৈষম্যবিরোধী নেতাদের কঠোর হস্তে দমন করুন। খুলনার কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নামে ইফতার মাহফিল আয়োজনে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী ও তাঁর অনুসারী আবদুর রউফের বিরুদ্ধে একই কমিটির সদস্যসচিবসহ একাধিক নেতা-কর্মী এমন অভিযোগ এনেছেন। উপজেলার আমাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী ও তাঁর সঙ্গে সব সময় থাকেন আবদুর রউফ নামের একজন আমার কাছে এসে নাগরিক পার্টির ইফতারের কথা বললে আমি ১০ হাজার টাকা দিয়েছি।’ কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমার কাছে গোলাম রব্বানী, রউফসহ কয়েকজন এসে ইফতার আয়োজনের জন্য ৫০ হাজার টাকা চান। তাঁরা বলেছিলেন, আমি যেন ইফতারির জন্য পুরো মাংস কেনার টাকাটা দিই। তবে আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি, এনসিপি কয়রার মূল সংগঠকেরা এর সঙ্গে নেই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com