খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ২০২৫ সালের জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে।
আজ ০২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার পানছড়ি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় খামারীদের উন্নয়ন সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানা ভারপ্রাপ্ত (ওসি) মো. জসীম উদ্দিন এবং পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. বাশার। অনুষ্ঠানে প্রান্তিক খামারী, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ গ্রহণ করেন।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. কবির আহাম্মদ। তিনি বলেন, “আধুনিক পদ্ধতিতে পশুপালন, রোগব্যাধি নিয়ন্ত্রণ ও পুষ্টিসম্মত খাদ্য ব্যবস্থাপনায় খামারীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, সহযোগীতা ও মাঠ পর্যায়ে পরামর্শ কার্যক্রম জোরদার করা হবে।”
আলোচনায় স্থানীয় প্রাণীসম্পদ উন্নয়ন, বাজার ব্যবস্থার আধুনিকায়ন, খাদ্য ঘাটতি নিরসন, টিকাদান কর্মসূচী শক্তিশালীকরণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। খামারীদের প্রতিক্রিয়া ও প্রস্তাব গ্রহণ করে টেকসই উৎপাদন বাড়াতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।