খুলনার বড় মাঠের পাশে আলতাফ গল্লির আনোয়ার হাওলাদারের(৫৫) ছেলে রনি হাওলাদার(৩১) খুলনা টুটপাড়া জনকল্যাণ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে তখন দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় ২৫/০৫/২০২৫ রোজ রবিবার আনুমানিক রাত্র২টার দিকে এ ঘটনা ঘটে,ঐ সময় স্থানীয় আশপাশের জনগণ এসে রনি হাওলাদারকে ঘটনাস্থলে গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সাথে সাথে ডাক্তার-খানা নিয়ে যায়, ডাক্তাররা চিকিৎসা শুরু করে তার কিছুক্ষণ পর তাকে মৃত্যু ঘোষণা দেয়, স্থানীয় সূত্রে দুর্বৃত্তের কয়েকজনের নাম জানা যায় এবং প্রশাসন নামের সূত্র ধরে মামলার প্রস্তুতি ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আনোয়ার হাওলাদার বলেন আমার দুটি ছেলে, ছোট ছেলে রকি হাওলাদারকে বছর দুই আগে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলেছে। আজ আমার বড় ছেলে রনি হাওলাদারকে দুর্বৃত্তরে গুলি করে মেরে ফেলেছে, আবার দুটি সন্তান ছিল দুর্বৃত্তরা কেড়ে নিয়েছে এই দুর্বৃত্তদের চিহ্নিত করে অতি দ্রুত তাদের বিচারে আনা হোক।